শীতকালে ঠাণ্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য যা যা করব

 

শীতকালে ঠাণ্ডা থেকে বাচতে গরম পোশাক,  গরম পানীয় এবং পুষ্টিকর খাবার খুবই গুরুত্বপূর্ণ । এছাড়াও ঘরের পরিবেশ উষ্ণ রাখার জন্য  প্রয়োজনে হিটার ব্যবহার করতে হবে। শীতকালে মানুষের রোগ -প্রতিরোধ ক্ষমতা অধিকাংশ কমে যায় তাই হাত ধোয়ার পাশাপাশি ভিটামিন সি যুক্ত খাবার ও মধু-লেবু জল পান করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে।




        

শীতকালে ঠাণ্ডা থেকে বাচতে আপনি যা যা করবেনঃ

প্রথমত, একটি মোটা পোশাকের বদলে কয়েকটি হালকা গরম পোশাক পরুন, যা বাতাস আটকে রাখবে এবং শরীর গরম রাখবে। উল বা সিনথেটিক ফ্লিচ কাপড়ের পোশাক পড়ুন । বাইরে বের হলে অবশ্যই  টুপি,স্কার্ফ, গ্লাভস এবং উষ্ণ জুতো পরুন। কারন  কান ও মুখ ঢাকা থাকলে ঠাণ্ডা কম লাগে। 


 আরওপড়ুনঃ শীতে সরিষার তেল ব্যবহারের উপকারিতা 


দ্বিতীয়ত,  গরম চা, কফি, স্যুপ,মধু-লেবুর জল পান করুন। ভিটামিন সি,ভিটামিন ডি ও জিঙ্ক  সমৃদ্ধ খাবার খান। মধু  ও লেবুর মিশ্রণ এবং   রসূন খান । আদা চা, তুলসী চা, গরম জল  স্যুপ ও ফলের রস পান করুন। 

তৃতীয়ত, শরীরকে সুস্থ রাখতে পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম অপরিহার্য। ঘরের তাপমাত্রা উষ্ণ রাখতে হিটার ব্যবহার করতে পারেন এবং খারাপ বায়ু চলাচল এড়িয়ে চলুন। অতিরিক্ত ঠাণ্ডার দিনে বাইরে কম সময় কাটান।  

শীতকালে ঠাণ্ডাজনিত অসুখ নিরাময়ে

শীতের শুরুতেই জ্বর, সর্দি ও কাশি যেন আঁকড়ে ধরে।তবে বেশি বাড়ে শ্বাসতন্ত্রের রোগ। এসব রোগের প্রধান কারন হচ্ছে ভাইরাস। এসব রোগ নিরাময় ও প্রতিরোধে প্রচুর উষ্ণ জল, ভেষজ চা পান করুন,পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন।ভিটামিন সি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী খাবার খান। খুব বেশি জ্বর,গলাব্যথা ও কাশি থাকলে চিকিৎসকের পরামর্শমতো ওষুধ গ্রহন করতে পারেন। 


শীতে অসুস্থ না হওয়ার উপায়

শীতে অসুস্থ না হতে চাইলে স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। নিয়মিত সাবান ও উষ্ণ জল দিয়ে হাত ধুতে হবে। হাত অপরিস্কার থাকলে মুখ, চোখ বা নাক স্পর্শ করা থেকে বিরত থাকুন। কাশি বা হাঁচি হলে টিস্যু বা কনুই দিয়ে মুখ ঢাকুন এবং ব্যবহৃত টিস্যু ফেলে দিন। ফ্‌লু-এর ঝুঁকি কমাতে ফ্‌লু ভেকসিন নিতে পারেন। এই সময়ে শিশু ও বয়স্ক ব্যক্তিরা সহজে অসুস্থ হতে পারেন, তাই তাদের প্রতি বাড়তি নজর দিন।

শীতে সর্দি কাশি থেকে সুরক্ষা পেতে যেসব খাবার খাবেন

শীতে-সর্দি কাশি এড়াতে ভিটামিন সি,জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্ট  সমৃদ্ধ খাবার, গরম পানীয় এবং রোগ প্রতিরোধ বাড়ায় এমন খাবার যেমন - টমেটো, বাদাম, বেরি, আদা - হলু্‌দ, রসুন,  এবং  পর্যাপ্ত জল পান করা উচিত। কাঠবাদাম, কাজু, আখরোট রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। প্রোটিন ও পুষ্টির জন্য ডিম এবং চিকেন স্যুপ শরীরকে আর্দ্র ও শক্তিশালী রাখে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ব্লগার এইচ ডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url